প্রভাত সঙ্গীত

২৫০


কেন ধরায় এসেছি 

গেছি ভুলে 

ভুলে গেছি সে কথা

কেন তুমি নাহি আসো 

কেন দাও গো মনে ব্যথা


একা ধরায় পাঠিয়ে দেওয়া 

দূরে রেখে ভুলে যাওয়া

এ কী তব ভালবাসা 

এ কী তব মমতা


প্রদীপ জ্বেলে আঁধার ঘরে 

বসে আছি তোমার তরে

আর দেরী নয় যায় যে সময়