প্রভাত সঙ্গীত

২৫৩


(আমার) মনের মুকুরে 

প্রাণঢালা সুরে 

তব গান ভেসে এসেছিলো

আমি না চাহিতে 

আমার চিত্তে 

নিজে এসে ধরা দিয়েছিলো


ভুলিতে পারি না সে সুরসম্ভার 

আজও সে আমারে ডাকে বারেবার

(সে যে) আমার হিয়ায় তোমার হিয়ায় 

বন্ধনসেতু গড়েছিলো


আমার সকল মমতা সব ব্যাকুলতা 

তব সুরে বেজে উঠেছিলো