২৬০
বন্ধু আমার বলিতে পার
কোন দেশেতে থাকো
আলোর খেলায় রূপের মেলায়
আমায় কেন ডাকো
মনের গহনে
মনের গহনে কখনো গোপনে
কম্বুকণ্ঠে কভু কাণে কাণে
মধুমাখা স্বরে ডেকে যাও মোরে
ক্ষুদ্র ভাবনা ভুলায়ে রাখো
ঢালিয়া সুধাধারা
ঢালিয়া সুধাধারা করে আপনহারা
নিকষ কালো ক্লেশে জ্যোতিতে ঢাকো