প্রভাত সঙ্গীত
২৬৩
তব আগমনে তব নামে গানে
(আমি) হয়েছি আপনহারা
তব রঙে রূপে আঁধার নিশীথে
(আজি) নেমেছে জ্যোৎস্নাধারা
আজ খুশীর জোয়ারে ত্রিলোক বহিয়া যায়
কোরকের মধু শত ধারে কোথা ধায়
তোমার স্পর্শে অপার হর্ষে
(আজি) প্রাণের তন্ত্রী অসীমে হারা
আজ অতীতের দিকে কে বা ফিরে যেতে চায়
আলোকের বানে ভুবন ভাসিয়া যায়
ফেলে আসা তিথি সকল আকুতি
(আজি) তোমাতে হয়েছে ভরা