প্রভাত সঙ্গীত

২৬৯


তোমারই নামেতে তোমারই গানেতে 

তোমাকে জীবন সঁপেছি

সকল ভাবের আধার তুমি গো 

তব ভাবনাই নিয়েছি


জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে 

মধুরিমা-মাখা প্রভাত-আলোকে

সকল-কর্মে প্রাণের ধর্মে 

তোমাকেই সার জেনেছি


নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে 

গন্ধমদির মধুর বাতাসে

তোমার লীলায় তোমার খেলায় 

আমি অভিভূত হয়েছি