প্রভাত সঙ্গীত
২৭০
তোমার কথা আমি
ভাবি বারে বারে
তুমি ছাড়া কে বা
ভালবাসে মোরে
রাত্রি যখন হারায়ে যায়
প্রভাত-রবির অরুণ আভায়
সেই রঙেতেই আমি যে পাই
তোমার পরশ তোমার সুধায়
সাঁঝের রবি হাতছানি দেয়
ডেকে ডেকে বলিতে চায়
কভু আমি নইকো একা
তুমি আছো দেখো আমায়