প্রভাত সঙ্গীত
২৮০
(প্রভু) এসো তুমি রূপের ছটায়
জ্যোতির ঝলকে
অনুভূতির পূর্ণতাকে
রাঙিয়ে আলোকে
বিশ্বাতীত বিশ্বময় তুমি
ভাব ভাবনার আধারভূমি
তোমার কাহ করে যাই ধ্যান ধরে যাই
নিত্য নবলোকে
কভু আমায় রেখো না দূরে
চেতনা দাও ছন্দময় সুরে
যেন হারিয়ে যাবার দুঃখ পাবার
টলি না শোকে