প্রভাত সঙ্গীত

২৮১


বিশ্বাতীত বিশ্বগ তুমি 

(আমি) তবু কেন খুঁজে মরি হায়

অনল অনিলে মহানভোনীলে 

স্পন্দন জাগে তব কৃপায়


তুমি উৎস সব প্রেরণার 

সব সৃষ্টির সকল শোভার

তোমার লীলায় অভিভূত আমি 

(আমি) তন্ময় হই সে ভাবনায়


সকল মনের গহন কোণেতে 

জেগে আছো প্রতি পলে বিপলেতে

বাহিরে সদাই খুঁজিয়া বেড়াই

(মোর) তাই বৃথা চলে যায় সময়