প্রভাত সঙ্গীত

২৮২


(তুমি) মনেতে লুকিয়ে থেকে 

মনের মাঝে লীলা করে যাও

মনে হয় গো ধরিয়াছি 

ধরি-ধরি ধরা নাহি দাও


দুঃখে সুখে তোমার খেলা 

কত আদর কত না হেলা

নিত্যকালে তোমার লীলা 

কোথা বহে যায় আমারে বুঝাও


ভিতরে না তাকালে কী 

আকুতি মোর বুঝিতে না পাও


এদিকে যে যায় গো বেলা 

আঁধারে আজ আমি একেলা

আঁধারের বক্ষ চিরে 

আলোর ছটা বহায়ে দাও