প্রভাত সঙ্গীত

২৮৬


তারে গো পেয়েছি 

সংগোপনে মোর জীবনে

জীবনে জীবনে

অলখ দেবতা নীরব প্রহরে 

ধরা দিয়েছিলো মোর মনে

মনে মনে


এত কাছে ছিলো সে যে নাহি জানিতাম 

না জানিয়া নাম গান তারই করিতাম

তারি আলো তারি আলো মোরে চিনাইয়া দিলো

সে ছিলো মনে গোপনে

গোপনে গোপনে


এ কী গো ফুলডোরে সে মোরে বাঁধে

পরাণ ধরিয়া সে কেন সাধে

তারই আঁখি তারই আঁখি মোর হিয়ার গহনে

রঙে রূপে সুধাধারা আনে

আনে আনে