প্রভাত সঙ্গীত
২৯৭
তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে
নিজেরে রেখেছো প্রভু ঢাকিয়া
তোমারই গানে সুরে তোমারই ছন্দে ভরে
নিজেই রয়েছো প্রভু মাতিয়া
আঁখি প্রসারিয়া আমি যত কিছু দেখে যাই
ভাবেরে মথিয়া আমি যাহা কিছু ভেবে পাই
সকল কিছুরই কোণে তুমি আছো গোপনে
সরসতা সাথে মধু মাখিয়া
দুঃখের আঁধার মাঝে তব জ্যোতি সদা রাজে
হারিয়ে যাওয়ার মাঝে ফিরে পাওয়া নব সাজে
নেই নেই আছে আছে সবার উপরে আছে
তব দ্যুতি সব ক্লেশ নাশিয়া