প্রভাত সঙ্গীত
২৯৯
তোমাকেই ভালবাসিয়াছি
তোমাকেই সার জেনেছই
তোমাকেই প্রাণ সঁপিয়াছি
তব কাজে ব্রত নিয়েছি
চেতনার সেই ঊষাকাল হতে
ভাসিয়া চলেছি তোমারই স্রোতে
স্রোতের কুসুম আমি গো
তোমারই ঢেউয়ে নেচে চলেছি
(আমি) জীবনের সন্ধ্যারাগে
মিশে রবো তব অনুরাগে
পরাগের মধু মাখায়ে
(আমি) অরূপরতন চিনেছই