প্রভাত সঙ্গীত - আগের গান | পরবর্তী গান


আঁধার শেষে আলোর দেশে

অরুণ ভোরের কথা

শোণাবো সবায় ডেকে ডেকে (ভাই)


তারায় ভরা ওই যে আকাশ

গন্ধমদির এই যে বাতাস

সবার মাঝে আমি আছি

ফুলের পরাগ মনে মেখে


চরণ তলে এই যে মাটি

নিখাদ সোণার চেয়েও খাঁটি

সবুজ ছায়ায় মৃগের মায়ায়

নাচছে নূতন অভিষেকে