প্রভাত সঙ্গীত

৩০


তুমি মর্মে এসে আমার ঘুম ভাঙ্গালে

তুমি নিজের রঙে আমার মন রাঙালে


ছিলো পথের ক্লান্তি 

ছিলো বোঝার ভ্রান্তি

জীবনকে অশান্তি বিষিয়ে ছিলো

তুমি নিজের হাতে তাদের সরিয়ে দিলে

তোমার ছন্দে প্রাণ নাচিয়ে দিলে


ছিলো মান অপমান

ছিলো পাওয়ার পরিমাণ

সকল বোঝা তুমি সরিয়ে দিলে

তোমার আলোয় আমায় ভরিয়ে দিলে

30


Tumi marme ese ámár ghum bháuṋgále

Tumi nijer rauṋe ámár man ráuṋále


Chilo pather klánti

Chilo bojhár bhránti

Jiivanke ashánti bisiye chilo

Tumi nijer háte táder sariye dile

Tomár chande práń náciye dile


Chilo mán apamán

Chilo páoyár parimáń

Sakal bojhá Tumi sariye dile

Tomár áloy ámáy bhariye dile