প্রভাত সঙ্গীত

৩০০


আলোরই দেশেতে জেগেছি আমি গো

তমসারই পারে গান গেয়ে যাই

নিকষ কালো ঘুমে যারা আছে শুয়ে

তাদেরই লাগিয়া ডাক দিয়ে যাই


ওঠো গো ভাই ওঠো আলোর পানে চলো

আঁধারকালো নিশা আলোয় ভরে তোলো

তোমার মুখ পানে ব্যাকুল নয়নে

আর্ত মানবতা চাহিছে সদাই


(এগিয়ে চলাই) প্রাণের ধর্ম

আর্তে বাঁচানো নীতির মর্ম

যে কাল চলে গেছে সে আর আসিবে না

যে কাল হাতে আছে কাজেতে লাগাই