প্রভাত সঙ্গীত

৩১৩


আমার জীবনে আমার পরাণে

(তুমি) নৃত্যের তালে এসো গো

ভুবন ভোলানো মনকে মাতানো

(তুমি) মধুর হাসিটি হেসো গো


পরশপাথর কৃষ্ণকঠোর 

(তুমি) জীবনকে সোনা করো গো


বদ্ধ মলিন মোর জলাশয়ে 

সুদূরের স্রোত দাও গো বহায়ে

এনে আলোরাশি কালো ক্লেশ নাশি

(তুমি) অরুণে রাঙিয়ে দিও গো