প্রভাত সঙ্গীত

৩১৫


কোন অলকার দোলা এসে লাগলো 

মোর আধফোটা মনকুসুমে

সে দোলায় হিয়া হলো উচ্ছল ছলছল 

যাহা ছিলো অচেতন ঘুমে


লাজেতে ফুটিতে আমি পারি নিকো এত দিন

আজ লুকোনো মধুর মধু নিয়ে নিলো সে অচিন

আজ ছুটে চলি রাতে দিনে সদাই তাহার পানে

লাজে ভয়ে নাহি থেমে


কুঁড়ির পাপড়িগুলি মায়াজালে বাঁধা ছিলো

দোলার পরশ পেয়ে সে জাল য়ে সরে গেলো

(নিয়ে) বুক ভরা ভালবাসা মুখ ভরা মধু ভাষা

বরণ করেছি তারে মনোভূমে