প্রভাত সঙ্গীত
৩১৯
দূর নীলিমায় হাতছানি দেয়
সুদূরের কোন বন্ধু আমায়
বলে সে য়ে মোরে কেন আছো দূরে
এসো এসো মোর আঙিনায়
সাজায়ে রেখেছি তারাদের মালা
কত রঙে রূপে কত লীলাখেলা
আঁখি মেলে দেখো বদ্ধ ঘরেতে
আছো কত ক্লেশে কত যাতনায়
নূতনের ডাক সদা দিয়ে যায়
চির নূতনের শুধু গান গায়
কান পেতে শুনি বন্ধু আমায়
কত রাগিণীতে গান যে শোনায়