প্রভাত সঙ্গীত
৩২০
নন্দনবন মন্থন করি
(আমি) চন্দনমধু আনিয়াছি
পারিজাত ফুলপরাগ মাখানো
(আমি) পরাণের সুধা ঢালিয়াছি
(তখন) যূথি পরিমল সজল সমীরে
ভেসে চলেছিলো দূর নভে
মনের কমল প্রাণে উচ্ছল
ফুটেছিলো নিজ বৈভবে
(আমি) তারই মাঝখানে বসিয়া বিজনে
(আমি) তোমা লাগি মালা গাঁথিয়াছি
(তখন) তমাল কুঞ্জে পুঞ্জে পুঞ্জে
আলো আঁধারিতে ভৃঙ্গেরা
চুয়া চন্দনে ঐক্য তানে
তোমারে বরিতে প্রাণভরা
জুটেছিলো যত ভৃঙ্গেরা
(আমি) সেই পরিবেশে বসিয়া আবেশে
(আমি) তোমা লাগি গান রচিয়াছি