প্রভাত সঙ্গীত
৩২৩
ভালবাসিয়াছি তোমারে
প্রাণের মাঝে মনের মাঝে
বাহিরে ভিতরে
দেখে সে মধুর হাসি
শুণে সে মোহন বাঁশী
মন কোথা যায় ভাসি
বাঁধিলে আমায় এ কী ডোরে
বলো কেমনে পাশরি
এ ফুলডোরে