প্রভাত সঙ্গীত
৩২৪
মোদের ধরা রূপ পেয়েছে
তোমার রূপের সাজে
তাই তো হেরি তোমায় আমি
সকল কিছুর মাঝে
আছো তুমি সকল ধারায়
তাই তো কিছু নাহি হারায়
আমিও তোমার মাঝে
চলি ফিরি তোমার কাজে
আছো তুমি সব মননে
সবাই আছে তোমার মনে
ভুলেও ভাবি নাকো
তুমি ছাড়াও কিছু আছে