প্রভাত সঙ্গীত
৩৩১
তোমারই ভুবনে তোমারই ভবনে
তোমারই আশে দিন কেটে যায়
তোমারই চরণে তোমারই স্মরণে
আঁধার নিশায় আলো ঝলসায়
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে
তোমারই কৃপাকণা বরিষণে
তোমারই স্নেহডোরে বীণার ঝংকারে
তোমারই উদ্গীত মধু গানে
তোমার রাশি রাশি দ্যুতিভরা হাসি
আশাহারা প্রাণে আশা জাগায়
তোমারই ছোঁয়া লাগা কুসুম সুবাসে
পরাণ আমার ভরে যায় যে উচ্ছ্বাসে
আলাপে আবেশে নাচে ও উল্লাসে
মন ভেসে যায় সুধাধারায়