প্রভাত সঙ্গীত
৩৩২
ফুলের মালাটি
তোমারই লাগিয়া গাঁথা
তুমি পরিলে না
আমারে দিলে কেন ব্যথা
পূর্বাকাশ ছিলো অরুণ রঙেতে ঢাকা
বাতাস তখন ছিলো ভালবাসাতে মাখা
রঙ আর ভালবাসা এক সাথে মিশাইয়া
গাঁথা ছিলো হিয়ার মমতা
দেখো সেই মালা মোর অশ্রুতে ভিজে গেছে
ফুলের পাপড়িগুলি ধীরে ধীরে ঝরে গেছে
তুমি আসিলে না দেখা করিলে না
বুঝিলে না মোর ব্যাকুলতা