প্রভাত সঙ্গীত

৩৪


তোমার নয়নতলে সব কিছু নেচে' চলে

তোমার চরণতলে অবনী বহিয়া যায়

ফেলে-আসা দিনগুলি গেয়ে-আসা গানগুলি

কয়ে আসা কথাগুলি তোমাতে মিশিয়া যায়


কতবার এসেছি নেচেছি গেয়েছি

কত ভালোবেসেছি কত মায়া ছিঁড়েছি

কত খেলা খেলেছি তোমা' পানে চলেছি

চলিতে চলিতে ধরা ধূলায় মিলিয়া যায়


(তবু) ধূলার এ ধরণী তোমা' ছাড়া হয়নি

তোমার ছন্দে সে যে অমৃতে ভাসিয়া যায়

34


Tomár nayantale sab kichu nece cale

Tomár carańtale avanii bahiyá jáy

Phele ásá dinguli geye ásá gánguli

Kaye ásá katháguli Tomáte mishiyá jáy


Katabár esechi necechi geyechi

Kata bhálobesechi kata máyá chiṋŕechi

Kata khelá khelechi Tomá páne calechi

Calite calite dhará dhúláy miliyá jáy


(Tabu) Dhúlár e dharańii Tomá cháŕá hayni

Tomár chande se je amrte bhásiyá jáy