প্রভাত সঙ্গীত

৩৫১


কেন গো এভাবে এলে

ডেকে ডেকে ক্লান্ত হয়ে

পড়েছিনু আমি ঘুমিয়ে

স্বপন ঘোরে হঠাৎ এলে

হঠাৎ আবার চলে গেলে


এমন আসা যাওয়ায় তোমার

মন ভরিলো না আমার

এবার স্বপনে বা জাগরণে

এলে পরে আমার মনে

বেঁধে নোব সংগোপনে

পারবে নাকো যেতে চলে