প্রভাত সঙ্গীত

৩৫৪


প্রভু তোমার লীলার ছলে

কেন রাখো মোরে ভুলিয়ে

লীলা তোমার ঢের দেখেছি

এবার চাহি লীলাময়ে


তোমার রাতুল চরণতলে

লুটিয়ে পড়ি মন যে বলে

মোরে তোমার যন্ত্র করে

কাজে লাগাও সব সময়ে


দিন আসে আর দিন চলে যায়

জীবন কাজে নাহি লাগে হায়

আহার বিহার বৃথা নিদ্রায় 

কাল কেটে যায় অগোচরে