প্রভাত সঙ্গীত

৩৬৬


স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো

মূক মুখে তাই ভাষা ফুটলো

আলোকের হাতছানি প্রাণে এসে লাগলো

জড়তার অমানিশা কাটলো গো কাটলো


(আজ) সবে মিলে আলোকের পথ ধরে চলো যাই

পিছনে তাকাবার অবকাশ নাই নাই


পূর্বাকাশে নব রাঙা রবি জাগলো

আলোকের ঝলকানি ফুলেদের ফোটালো

চেতনার সম্পাত মনে এসে লাগলো

তন্দ্রার মোহঘোর শূন্যে মিলালো