প্রভাত সঙ্গীত
৩৬৮
ডালা উজাড় করে ফেলো ফেলো
আজিকার এই মধুর তিথিতে
থালা উজাড় করে ঢালো ঢালো
সবাকার এই মিলন বীথিতে
কান্নার গান গেও নাকো আর
পাশরিয়া যাও সব ক্লেশভার
চকিত হরিণী প্রেক্ষণা ওগো
ত্রাসেতে চকিত হয়ো নাকো আর
হিয়া উজাড় হয়ে গেলো গেলো
মোহনের এই মদির ভাবেতে
নব নব সুরে গেয়ে যাও গান
নতুন রাগেতে ভরে তোলো প্রাণ
সুধা উজাড় করে নিলো নিলো
মনচোর এই নীরব নিশীথে