প্রভাত সঙ্গীত

৩৭


(কোন্‌) ভুলে'-যাওয়া ভোরে সহাস সমীরে

মনের মুকুরে এসেছিলে (তুমি)


সোণালী আলোয় হাসিয়া 

মধুর সুবাসে ভাসিয়া

সকল কালিমা নাশিয়া 

ফুলের মতন ফুটেছিলে (তুমি)


প্রাণের পরাগ মাখিয়া 

নূতনের ছবি আঁকিয়া

বজ্রবাণীতে ডাকিয়া 

সব শৃঙ্খল ভেঙ্গেছিলে (তুমি)

37


(Kon) Bhule jáoyá bhore sahása samiire

Maner mukure esechile (Tumi)


Sońálii áloy hásiyá

Madhur suváse bhásiyá

Sakal kálimá náshiyá

Phuler matan phut́echile (Tumi)


Práńer parág mákhiyá

Nútaner chavi áṋkiyá

Vajraváńiite d́ákiyá

Sab shrṋkhal bheṋgechile (Tumi)