প্রভাত সঙ্গীত
৪০১
নাচের তালে ছন্দে গানে
উচ্ছল হলো আজি ধরা
হারানো দিনের হারানো সুরে
সবাই হলো মাতোয়ারা
অঞ্জন এঁকে চোখে গেঁথে নাও মালা
পুষ্পের সৌরভে ভরে নাও ডালা
পরাণের রাঙা রঙে সবারে রাঙিয়ে দিয়ে
চাঁপার গন্ধে করো ভরা
আলোকের সমারোহে আজ
চিত্ত সবার হলো স্বয়ম্বরা
চিত্ত চোরে কাছে পেয়ে আজ
মনের পরাগ হলো আপনহারা
401
Nácera tále chande gáne