প্রভাত সঙ্গীত
৪৫
বকুল গন্ধে মধুরানন্দে
মধুপ ছন্দে এসেছিলো (সে যে)
শেষের পরেও শুরু হয়ে থাকে
শেষ নাই তাহা বলেছিলো
জীবনের ধারা অশেষ অপার
মরুমাঝে হারা হয় না চলার
তোমার গতিতে তোমার দ্রুতিতে
তোমার স্রোতে সে চলেছিলো
সব বেদনার সকল বাধার
লৌহকপাট ভেঙ্গেছিলো (সে যে)
45
Bakula gandhe madhuránande
Madhupa chande esechilo (Se je)
Sheśer pareo shuru haye tháke
Sheś nái táhá balechilo
Jiivaner dhárá asheś apár
Marumájhe hárá hay ná calár
Tomár gatite Tomár drutite
Tomár srote se calechilo
Sab vedanár sakal bádhár
Laohakapát́ bheuṋgechilo (Se je)