প্রভাত সঙ্গীত

৪৭১


পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে

(তুমি) মোর ফুলবনে এসেছিলে

অলকারই সুধা মিটায়ে দিলো ক্ষুধা

সাজিলো বসুধা ফুলে ফলে


প্রাণের পরশ ছড়ায়ে দিয়েছো

নির্জীবে জীবন দানিয়াছো

হিয়ার সুরভি পরাগে পরাগে

সবার কোরকে ঢেলেছিলে


আলো ঝরায়েছো রেণুতে রেণুতে

পরমাণু থেকে ত্র্যসরেণুতে

চিত্তাণু মাঝে স্পন্দন এনে

সুরসপ্তকে গেয়েছিলে

তুমি মধুমালঞ্চে হেসেছিলে

471


Púrńimá ráte niirave nibhrte

(Tumi) Mor phulavane esechile

Alakári sudhá mit́áye dilo kśudhá

Sájilo vasudhá phule phale


Práńer parasha chaŕaye diyecho

Nirjiive jiivan dániyácho

Hiyára surabhi paráge paráge

Sabára korake d́helechile


Álo jharáyecho reńute reńute

Paramáńu theke tryasareńute

Cittáńu májhe spandana ene

Surasaptake geyechile

Tumi madhumálaiṋce hesechile