প্রভাত সঙ্গীত

৫০১


দিনের আলোয় কেন আসো নি

রাতের আঁধারে তুমি এসেছো

সুখের দিনেতে দেখা দাও নি

দুঃখের রাতে ভালোবেসেছো


আকাশে উজ্জ্বল তারা

পরিবেশ ঋদ্ধিতে ভরা

তখন তোমার দেখা পাই নি

সব হারানোর পরে সান্ত্বনা দিয়েছো


মধুমাসে চৈতালি বায়

পুলকে শিহরণ জাগায়

তখন তোমাকে কাছে পাইনি

তীব্র দাহনে সাথে শীতলতা এনেছো