প্রভাত সঙ্গীত

৫০৩


সেই হারানো দিনের কথা মনে পড়ে

নীলাকাশে যবে চাই

সেই অন্ধতমিস্রায় তুমিই ছিলে

একলা জাগিয়া সদাই


মোর ব্যথা আর কেহ নাহি জানে

মোর কথা আর কেহ নাহি মানে

তোমারেই ভালোবাসি আমি যে দিবানিশি

হিয়া মাঝে আর কেহ নাই


(মোর) সুর ছিলো বেদনাতে ভরা

গান ছিলো দুঃখস্মৃতি-ঘেরা

সে সুর সে গান হায় নীরবে গেছে কোথায়

আশা-ভরা সুরে আজি গাই