প্রভাত সঙ্গীত
৫০৫
আমার কাছে তুমি এলে
কত যুগের ব্যবধানে
কালের হিসাব ভুলে গেছি
ভুলে গেছি অভিমানে
সেদিনের ফুল ঝরে গেছে
নাম-রূপ তার হারিয়ে গেছে
সে তারা খসে গেছে
কালান্তরের অবসানে
গন্ধমধু ভরা হিয়া
পড়েছিলো উপচিয়া
সে দিনে আসোনি তুমি
এলে রিক্ত হৃদয়াসনে