প্রভাত সঙ্গীত

৫০৬


প্রভু আমায় কৃপা করো

(তুমি) কৃপা করো

জীবন আমার আলোকে ভরো


তব ভাবনায় মন মেতে যাক

তোমার রূপেতে আঁখি ভরে যাক

আদর্শে মোরে করো গো সজাগ

দিব্য দ্যুতিতে তুলে ধরো


তব দ্যোতনায় স্পন্দিত করো

তব নবারুণে রঞ্জিত করো

তোমার পরশে পবিত্র করো

তমসার মসী সব হরো