প্রভাত সঙ্গীত

৫০৮


কী বাঁশী বাজালি বঁধু

ঢালিয়া দিলি মহুল মধু


(তোর) আসারই পথ চেয়ে থাকি যে জাগি

মালা গাঁথি আমি তোরই লাগি

চাই না কিছু নিতে চাই যে সব দিতে

ভালোবাসি ভালোবাসি শুধু


আঁধার শেষে যবে বিহান আসে

সূর্য উঠে যবে কমল হাসে

(তোর) ছবিটি মোর মনে যে ভাসে

(তুই) দিনের আলো মোর রাতের বিধু