প্রভাত সঙ্গীত
৫০৯
ওগো মোর গীতিময়
ঘুমের সাগর পেরিয়ে এসেছো
তোমারই হউক জয়
রাগে রাগিণীতে অভিপ্রকাশ
সুরসপ্তকে করেছো বিকাশ
মুখরিত নীপনিকুঞ্জে তুমি
সরবতা মধুময়
ওগো মোর দ্যুতিময়
আঁধার সাগর পেরিয়ে এসেছো
তোমারই হউক জয়
কত বর্ণের অভিপ্রকাশ
রামধনু রঙে করেছো বিকাশ
পুষ্পে পুষ্পে ধূপে মধুপে
রূপে রাগে মনোময়