প্রভাত সঙ্গীত
৫১৪
হারিয়ে গেছি বনের পথে
আশা করি দেখা হবে তব সাথে
ভুলিয়া গেছি আশা-ভরা দিনগুলি
একই আশা থাকিবে দিনে রাতে
উতলা পবনে চিত্ত-বনে
তুমি ছাড়া মোর কেহ হাহি আর
তোমাতে আমার সব ভাবনার
একই সমাহার প্রভু একই সমাহার
এসো কাছে এসো আরো কাছে
দীপ্ত করো তব জ্যতিসম্পাতে
মদির স্বপনে মানস-ভবনে
তুমি যে আমার হীরকহার
সকল এষণা সকল দেশনা
না জানিয়া তব ভাবে
হয় একাকার প্রভু হয় একাকার
এসো কাছে এসো আরো কাছে
নিয়ে চলো মোরে রূপ থেকে রূপাতীতে