প্রভাত সঙ্গীত
৫১৫
তোমার কথা ওগো প্রভু
বলে কভু শেষ নাহি হয়
যতই বলি ততই দেখি
যা বলা হয় তত বাকী রয়
দূর আকাশের নীহারিকা
রন্ধ্রে রন্ধ্রে তারও লেখা
তোমার যত অমর বাণী
পড়তে যাহা নাহি জানি
কর জোড়ে চেয়ে থাকি
অশ্রুধারা নীরবে বয়
পাতালপুরীর অন্ধকূপে
মধুমাখা গন্ধধূপে
বীণার তারের ঝংকারেতে
মনমাতানো জ্যোতস্না-রাতে
অনেক কথা অনেক ব্যথা
অনন্ত কাল মৌন যে রয়