প্রভাত সঙ্গীত

৫১৮


আমি দীপ জ্বেলে যাই চলিয়া

তোমারই বেদীর তলে

নীপফুলে মালা গেঁথেছি

তোমারে পরাবো বলে


অলস প্রহর চলে গেছে

মরমের মাঝে দ্রুতি এসেছে

প্রাণের সাগরে বাঁধ ভেঙ্গেছে

এসো গো নিকটে চলে


মনের মুকুরে আমি দেখেছি

তোমারেই ভালোবেসেছি

তুমি ছাড়া সব কিছু ভুলেছি

এসো মধু শতদলে