প্রভাত সঙ্গীত
৫২৫
বন্ধু আমার নিকট আমার
আমি কী গাইবো তোমার গান
তুমি ভালবাসা মধুমাখা আশা
তুমিই আমার প্রাণের প্রাণ
যেদিন হইতে চিনেছি তোমায়
বুঝিয়াছি মোর তুমিই সহায়
সেদিনই বন্ধু তোমার পরশে
করেছো নূতন জীবন দান
সেদিনই তোমার কোমল করেতে
কমলকোরকে পুষ্পিত প্রাতে
টানিয়া নিয়েছো তোমার আলোতে
করায়েছো মোরে মুক্তিস্নান