প্রভাত সঙ্গীত

৫২৬


ধূপে দীপে মনের মধুতে

বেদী রচিয়াছি তোমা তরে

প্রাণের বঁধু দেরী করে শুধু

আমারে ভাসাও আঁখিনীরে


মালা গাঁথিয়াছি যতন করিয়া

ফুলসাজে সাজায়েছি পরাণ ভরিয়া

কেবল মৃদু হেসে কাছটিতে বসো এসে

সব চাওয়া-পাওয়ার পারে


চঞ্চল মননে তোমা পানে চালায়েছি

অবিচল রণনে তোমারেই ভাবিয়াছি

রাগে অনুরাগে সিক্ত পরাগে

গীতি রচিয়াছি সুধাসারে