প্রভাত সঙ্গীত
৫২৮
সবায় নিয়ে সবার মাঝে
রয়েছো তুমি
কত করো লীলা-খেলা
দিবস-যামী
খেলতে বড় ভালোবাসো
যুগে যুগে তাইতো আসো
তোমার মনের মত খেলার সাথী
হবো গো আমি
মিটায়ে দাও সকল খেলা
করো নাকো অবহেলা
সঙ্গে থেকো সাঁঝের বেলা
ভেদ ভুলায়ে আমি-তুমি
ভালবাসা অমেয় অপার
কৃপাধারা শেষ নাহি তার
শুধু চরণরজঃ চাই গো তোমার
ধরায় যখন এসেছো নামি