প্রভাত সঙ্গীত
৫৩০
সকল মনের তুমি যে রাজা
সবে তোমারই তুমি সবারই
রাঙা প্রভাতের আলো তোমারই
তুমি সবারই
কালাতীত ওগো কী লীলা জানো
কালের বুকে আলোক আনো
তোমারই রূপে ধরা যে ভরা
তোমায় বুঝিতে নারি
যবে কেউ ছিলো না তুমি যে ছিলে
একলা অনেক হয়ে যে গেলে
তাইতো তুমি নন্দিত গো
বন্দিত সারা সংসারেরই