প্রভাত সঙ্গীত

৫৩১


তোমারে দেখেছি যবে চাঁপার বনে

তখনও পাপড়ি ঢাকা মধু ছিলো

কেন যে বসেছিলে আনমনে

আশা ভরা আঁখি বৃথা চেয়ে ছিলো


ঝরা পাতারই পরে পা ফেলেছি ভালো করে

ধ্বনি শুণে যাতে ভাবো এ কে গো এলো

তখনও আশার দীপ জ্বলিতেছিলো


চলিয়াছি ধীরে ধীরে সলাজ মাধুরী ভরে

আশা ছিলো যদি ভুলে তাকিয়ে ফেলো

তখনও ফুলের দলে গন্ধ ছিলো