প্রভাত সঙ্গীত

৫৩৫


আমার এ ভালবাসা তোমারই লাগি

ওগো প্রভু তোমারই লাগি

ধূপে দীপে সাজায়ে আশা

বসে আছি নিশীথ জাগি


কত যুগ কেটে গেছে নিরাশায়

কত তারা খসে গেছে হতাশায়

তবু আমি জেগে আছি দুরাশায়

মোর ব্যথা বুঝিবে না কি


আঁধার নিশার পর আলো যে হাসে

বাদল মেঘের পর চাঁদ যে ভাসে

হারানো হিয়ার হাসি ফিরে যে আসে

এ লীলা বুঝিতে না বাকী