প্রভাত সঙ্গীত
৫৩৯
বন্ধু তোমার রূপের ছটায়
ধরা করিয়াছে আলোকস্নান
সুপ্ত হৃদয়ে জাগায়ে দিয়েছো
জড়েরে করেছো চেতনা দান
সম্বোধির ওই পদ্মবেদীতে
ত্রিতাপ-যাতনা চেয়েছো হরিতে
প্রাণের শোণিতে চেয়েছো ভরিতে
অবহেলিতের হৃত মান
প্রলয়ঙ্কর অগ্নি জ্বালাও
ভয়ঙ্কর ভূকম্পে নাড়াও
নীতি ভুলে হয় যখন মানব
ধ্বংসযজ্ঞে যতমান