প্রভাত সঙ্গীত

৫৪০


তুমি কোথায় ছিলে কোথায় থাকো

কেউ তা জানে না

তোমায় যে চায় তারে মিলায়ে নাও

অসীম তুমি ধরা দাও না


চাঁদের হাসি মলয় বাতাস

সহাস কুসুম স্নিগ্ধ আকাশ

কেহই নহে পূর্ণ বিকাশ

অনন্ত তাই সীমা মানে না


নৃত্য করে পরমাণু

মনন মাঝে ত্র্যসরেণু

নিত্যকালের বাজাও বেণু

অমেয় যে তব দ্যোতনা