প্রভাত সঙ্গীত

৫৪১


মুখর প্রাতে নীরব কেন

মনের কথা কও না মোরে

যে তোমারে সবই দিলো

তারেও কেন রাখো দূরে


জ্যোৎস্না রাতে নীলাকাশে

প্রাণের সুধা ঢেলে দিয়েছি

কৃষ্ণা তিথির অন্ধকারে

নিকষ কালো হয়ে গিয়েছি

নিন্দা-স্তুতির ঊর্ধ্বে গিয়ে

মিলিয়েছি সুর তোমার সুরে


তুমি আমার ফুলের হাসি

সুখের দিনের মোহন বাঁশী

দুঃখের নিশায় দীপাবলী

সব কিছু মোর তোমায় ঘিরে